কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক-২

 

খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (১০ মে) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ মে) সকাল আনুমানিক ৫টায় খুলনা জেলার রুপসার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চলাকালীন ফেণী থেকে খুলনাগামী একটি বাস তল্লাশী করে ৪ কেজি ৪৩ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে কোষ্টগার্ড।

জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন